Hridi Vese Jay Alokananda Jole Lyrics হৃদি ভেসে যায় অলকানন্দা জলে – জয় গোস্বামী
Hridi Vese Jay Alokananda Jole Kobita Written By Joy Goswami বাংলা কবিতা, হৃদি ভেসে যায় অলকানন্দা জলে লিখেছেন জয় গোস্বামী।
কবি জয় গোস্বামী রচিত একটি অসাধারণ কবিতা “হৃদি ভেসে যায় অলকানন্দা জলে”। তিনি জানিয়েছেন কবিরা ডুবে মারে প্রাকৃতিক সৌন্দর্যের মহিমায়। আবার গা ভিজিয়ে ভেসে যেতে চায় অলকানন্দার জলে। আসলে কবিই তো একটি ভূবন, একটি আস্ত কবিতাই তো তিনি নিজেই..
অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে
করো আনন্দ আয়োজন করে পড়ো
লিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ের সানুতলে
যে একা ঘুরছে, তাকে খুঁজে বার করো
করেছো, অতল; করেছিলে; পড়ে হাত থেকে লিপিখানি
ভেসে যাচ্ছিল-ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে;
—’পড়ে রইল যে!’ পড়েই থাকত —সে-লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।