Onyo ma poem by Rabindranath অন্য মা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Onyo ma kobita poem lyrics অন্য মা কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

আমার মা না হয়ে তুমি

 আর কারো মা হলে

ভাবছ তোমায় চিনতেম না,

  যেতেম না ঐ কোলে?

মজা আরো হত ভারি,

দুই জায়গায় থাকত বাড়ি,

আমি থাকতেম এই গাঁয়েতে,

  তুমি পারের গাঁয়ে।

এইখানেতে দিনের বেলা

যা-কিছু সব হত খেলা

দিন ফুরোলেই তোমার কাছে

  পেরিয়ে যেতেম নায়ে।

হঠাৎ এসে পিছন দিকে

আমি বলতেম, “বল্‌ দেখি কে?”

তুমি ভাবতে, চেনার মতো

  চিনি নে তো তবু।

তখন কোলে ঝাঁপিয়ে পড়ে

আমি বলতেম গলা ধরে-

“আমায় তোমার চিনতে হবেই,

   আমি তোমার অবু!”

ঐ পারেতে যখন তুমি

আনতে যেতে জল,-

এই পারেতে তখন ঘাটে

  বল্‌ দেখি কে বল্‌?

কাগজ-গড়া নৌকোটিকে

ভাসিয়ে দিতেম তোমার দিকে,

যদি গিয়ে পৌঁছত সে

 বুঝতে কি, সে কার?

সাঁতার আমি শিখিনি যে

নইলে আমি যেতেম নিজে,

আমার পারের থেকে আমি

  যেতেম তোমার পার।

মায়ের পারে অবুর পারে

থাকত তফাত, কেউ তো কারে

ধরতে গিয়ে পেত নাকো,

 রইত না একসাথে।

দিনের বেলায় ঘুরে ঘুরে

দেখা-দেখি দূরে দূরে,-

সন্ধ্যেবেলায় মিলে যেত

 অবুতে আর মা-তে।

কিন্তু হঠাৎ কোনোদিনে

 যদি বিপিন মাঝি

পার করতে তোমার পারে

  নাই হত মা রাজি।

ঘরে তোমার প্রদীপ জ্বেলে

ছাতের ‘পরে মাদুর মেলে

বসতে তুমি, পায়ের কাছে

   বসত ক্ষান্ত বুড়ী,

উঠত তারা সাত ভায়েতে,

ডাকত শেয়াল ধানের খেতে,

উড়ো ছায়ার মতো বাদুড়

   কোথায় যেত উড়ি।

তখন কি মা, দেরি দেখে

ভয় হত না থেকে থেকে,

পার হয়ে, মা, আসতে হতই

         অবু যেথায় আছে।

তখন কি আর ছাড়া পেতে?

দিতেম কি আর ফিরে যেতে?

ধরা পড়ত মায়ের ওপার

          অবুর পায়ের কাছে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।