Rupkotha Bengali lyrics poetry : রূপকথা – বীরেন্দ্র চট্টোপাধ্যায়
কালনাগিনী পদ্মা রে
নীলকমলের মা
তাের ছােবলের আদর রে
ভীষণ যন্ত্রণা।।
ও কালাে মেঘ, বজ্র রে
মাদল বাজাও কে?
ঘর ভাসলাে, পথ ভাসলো
পদ্মা নেচেছে ।।
সর্বনাশী পদ্মা রে
তুই কী আমার মা
চোখের জলে বুক ভেসে যায়
নাচ তাে থামে না।।
একা আমি নীলকমল
মেঘ আমার কে ?
বজ্র আমার কে?
তুই-মা আমার কে?
তােদের জন্যে ভাই আমার ।
এদেশ ছেড়েছে।।
Subscribe
0 Comments
Oldest