Bengali poetry chumbon Budhadeb Basu : চুম্বন – বুদ্ধদেব বসু

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

জানাে তাে, কী হয়েছিলাে কাল রাতে – আমি
চেয়ারে ছিলাম যবে বসে?
হাসছ? শুনেই নাও সব কথা; পরে
তােমরাই বােলাে-কার দোষ এ।

নভেল পড়ছিলাম ; দমকা হাওয়ায়
নিবে গেলাে হঠাৎ আলােটা,
ঠাণ্ডা হাওয়ায় হাত মুছে নিলাে এসে
কপালের ঘাম ফোঁটা-ফোঁটা।

ভারি ভালাে মনে হলাে কালাে অন্ধকার,
রাস্তার আলাে জানালায়,
তারপর•••তারপর যা হলাে সে-কথা
ভাবিয়া এখনাে হাসি পায়।

এখনাে সে-কথা ভাবি ; চোখ বুজে থেকে
গড়ি সেই কালাে অন্ধকার,
বই নিয়ে আজ রাতে বসিবাে যখন
আলােটা কি নিবিবে আবার ?

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।