Chokh kobita poetry in bengali : চোখ – মল্লিকা সেনগুপ্ত
কিছুতেই বােঝে না সে ভালবাসা শিয়রে এসেছে
বিছানার পাশে রাখা ছােট্ট সাদা আলাে
ভালবাসা সন্তর্পণে সেখানে এসেছে ।
আঁচল উড়তে দেখে যুবকটি ঘুমিয়ে ঘুমিয়ে উড়ে আসা ঘােড়া দেখে-
গবেষণাগারে ফেলে এসেছে সে আতস চশমা
বিছানার পাশে রাখা ছােট্ট সাদা আলাে
ভালবাসা সন্তর্পণে সেখানে এসেছে ।
আঁচল উড়তে দেখে যুবকটি ঘুমিয়ে ঘুমিয়ে উড়ে আসা ঘােড়া দেখে-
গবেষণাগারে ফেলে এসেছে সে আতস চশমা
আকুলতা স্পর্শ করে তাকে
তবু সে চেনে না চোখ, যে নয়নে তার জন্য রহস্য জমেছে
Subscribe
0 Comments
Oldest