Refrigerator e bhalobasa kobita : রেফ্রিজারেটারে ভালােবাসা – ফণিভূষণ আচার্য
রেফ্রিজারেটারে তুমি বাসি ভালােবাসা টাটকা রাখাে
মাঝরাতে এলােমেলাে হাওয়া দিলে পাশ ফিরে শােও
ডালাউসির দিকে মাথা রেখে বৃষ্টি হলে ঘুমহাতে উঠে
জানালা কাচের শার্সি বন্ধ করে দাও ম্লান বুকে
ভালোবাসা টাটকা রাখাে বিশুদ্ধ রক্তের মতাে লাল
মাঝরাতে এলােমেলাে হাওয়া দিলে পাশ ফিরে শােও
ডালাউসির দিকে মাথা রেখে বৃষ্টি হলে ঘুমহাতে উঠে
জানালা কাচের শার্সি বন্ধ করে দাও ম্লান বুকে
ভালোবাসা টাটকা রাখাে বিশুদ্ধ রক্তের মতাে লাল
নিঃশব্দ বৃষ্টির পর আকাশের বিধ্বস্ত চেহারা দেখে নাও
ইদানীং মাঝরাতে বাসন-পড়ার শব্দ এত বেশি শােনা যায় কেন
প্রত্যেক সকালে তুমি রজনীগন্ধার বাসি স্টিক
ফেলে দাও ফুটপাতে সে-ও কম রসিকতা নয়
গােবিন্দপুরের সাঁকো ভেঙে যায় একদিন ব্যক্তিগত ঘটনার চাপে
এভাবেই জামার বােতাম খুলে সূর্যের হলুদ বেলা পার হতে হয়
ময়দানের গাছগুলাে হাতধরাধরি করে
শােকপ্রস্তাবের মতাে হেঁটে যায় বিচ্ছেদের দিকে
পৃথিবীতে দিন দিন বেড়ে যাচ্ছে স্মৃতিস্তম্ভ সমুদ্রের নুন
আজকাল মাঝরাতে লােডশেডিং-এ মানুষের ভালােবাসা
বাসি হয়ে নষ্ট হয়ে যায়।
Subscribe
0 Comments
Oldest