Jete chaile jeo poem যেতে চাইলে যেও কবিতা – সাদাত হোসাইন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Jete chaile jeo kobita যেতে চাইলে যেও কবিতা - সাদাত হোসাইন

 

যেতে চাইলে যেও

নিয়ম করে বুকের ব্যথার ওষধটুকু খেও।

রােজ সকালে ঘুমটা ভেঙে একটুখানি হেঁটো,

সুখের সকল গল্প এবার যত্ন করে এঁটো।

যেতে চাইলে যেও-

আমার চেয়ে ঢের ভালাে আর কাউকে হঠাৎ পেও।

তার আঁচলে শিউলি ফুলের মন ছিটিয়ে দিও,

ভালােবাসার সবটা ঢেলে হৃদয় কিনে নিও

চাইলে যেতে যাও-

রাতদুপুরে লাগলে একা ওষুধ কিনে নাও।

ওষুধটুকু যাচ্ছ ফেলে, এমনি করে কই?

আমি কি আর তােমার বুকের ব্যথার ওষুধ নই?

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।