Keu nei poem Sadat Hossain কেউ নেই কবিতা – সাদাত হোসাইন
আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরােবে,
কাঁটা ডিঙালেই শিশিরভেজা আস্ত গােলাপ।
আমি ভাবতাম রাত পােহালেই সকাল হবে রােজ,
জানালাজুড়ে একটা দুটো পাখি থাকবে।
আলাে থাকবে, কফির কাপে ধোঁয়া থাকবে।
তােমার হাতের ছোঁয়া থাকবে।
আমি ভাবতাম ভালােবাসলেই তুমি থাকবে,
আঁচল ছুঁতেই এলিয়ে যাবে তৃষ্ণা বুকে।
কানের কাছে ফিসফিসানি কাব্য হবে,
বৃষ্টি নেমে সন্ধ্যা হবে, রােজ রজনিগন্ধা হবে।
আমি ভাবতাম, কান্না শেষে দুপুর রােদে হাসি থাকবে,
রাত্রিগুলাে জোছনামাখা স্বপ্ন হবে।
হাতের মুঠোয় হাত থাকবে, চোখের কোণায় রাত থাকবে।
রাত্রিজুড়ে এলােমেলাে চুল থাকবে,
ঠোঁটের ভেতর ইচ্ছে করে ভুল থাকবে।
আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরােবে।
পথের শেষে ঘর থাকবে, গ্লাসভর্তি জল থাকবে,
মন খারাপের প্রহরগুলােয় তােমায় ছুঁয়ে মন থাকবে
এখন দেখি পথ হাঁটলেও পথ থেকে যায়
বুকের ভেতর শূন্য কেমন মাতাল হাওয়ায়!