Kobita poem by Kobita Singha : কবিতা – কবিতা সিংহ
ছেড়ে যেও না_ থাকো!
ও আমার বাজারে না বিকোনো
লোহার অলক্ষ্ণী।
অশুভ রমণী, তুমি থাকো।
ও আমার বাজারে না বিকোনো
লোহার অলক্ষ্ণী।
অশুভ রমণী, তুমি থাকো।
এই দেখো, যশ অর্থ কাম মোক্ষ
সব ফেলে দিয়ে
নিঙড়ে ধরেছি আয়ুষ্কাল
অয়ি তৃষাতুরা
তুমি শুষে নেবে বলে দেখো!
এই দেখো একেলা রাত্রির কালো
নিকষ-বিড়াল
নির্নিমেষ তারার নখরে
শরীর আঁচড়ায়, আর চিহ্ন আঁকে
কেবল তোমার!
ছেড়ে যেও না_ থাকো!
তুমিই আমার একমাত্র ধর্ম হও
আগুনের যেমন দাহিকা!
আমি যেন সৎ হই তোমার অ্ঙ্গারে
এই একা সতিদাহে পাশে পাই
তোমাকে কেবল!
হল্কার অস্থির মারে ভেঙে দাও
আমার কপাল।
Subscribe
0 Comments
Oldest