Kobita songbad poem lyrics কবিতা সংবাদ – রুদ্র গোস্বামী
অনেক প্রশ্নই করতে পারাে
যেমন, আমার ঠিকানা নামের বাড়িটা কোথায়?
স্কুলঘর, কলেজ গিয়েছি কিনা,
অথবা বয়েস কত হল এ পাড়ায় থাকার?
এ সব উত্তর জানা আছে।
শুধু খরব জানা নেই সেই মেয়েটির,
প্রথম লিখতে যে আমাকে খাতা দিয়েছিল।
খাতার ভিতরে ছিল চুলের কাঁটা, কাজল আর টিপ
আর কিছু আঁকিবুকি শব্দে লেখা,
‘ঘর লিখাে,
এই একখাতা কবিতা তােমাকে দিলাম।’
ঘর লিখে যেই দিয়েছি তাঁকে ডাক, সে নেই!
চুলেরকাঁটা সূচ হয়ে ফুটেছে, লিখেছি সে নেই।
কাজল কষ্ট হয়ে জড়িয়েছে পা, লিখেছি সে নেই।
শুধু লাল এই টিপটুকু তার, এটুকুই আছে জীবিত স্মৃতি
এর বেশি তার কথা জানা নেই,
আর জানা নেই আমি ঠিক কবে থেকে কবিতা লিখি।
Subscribe
0 Comments
Oldest