Mom alor britte poem lyrics মােম আলাের বৃত্তে – আরন্যক বসু
এই, তাের সব আঙুলগুলাে বাড়িয়ে দিবি?
চিবুকের বিষন্নতা, দিবি?
চোখের পাতায় যে নক্ষত্রজল মুক্তো হয়ে গেল!
যে-কথা বলতে পারলি না, দিবি?
চৈত্রের ঝরা পাতা ঠোটদুটো, দিবি?
বিনিময়ে ব্যর্থ কবিতা দেবাে, নিবি না!
তাের বুকের উঠোনে কলাপাতা থেকে খুঁটে
ফ্যানভাত খাব
ফুঁপিয়ে কাঁদব তােকে লুকিয়ে
তােকে মহাকাশে ছুঁড়ে ফের লুফে নেব
জঙ্গলশীর্ষের মগডাল হয়ে!
বেপরােয়া হবি?
এই সবুজ পাখি,
তাের মেঘ-রুমালের মতাে এক টুকরাে
মহারণ্য দিবি?
জাস্ট, হারিয়ে যাব!
Subscribe
0 Comments
Oldest