Mirthar dosti matha kobita : মিথ্যার দশটি মাথা – মল্লিকা সেনগুপ্ত
যার সঙ্গে সহবাস করাে তাকে মিথ্যা বােলাে না
মিথ্যার দশটি মাথা দশ মুখে ছড়ায় জঞ্জাল
মিথ্যার দশটি মাথা দশ মুখে ছড়ায় জঞ্জাল
ভালবাসা মরে গেছে তাই মুখে জঞ্জাল লেগেছে
স্বরূপ বুঝেছে তার জীবমৃত যে দুটি মানুষ
তাদের শােবার ঘরে এপিটাফ লিখবে কবিরা
শাদা খই ঢেকে দেবে প্রণয়ের মতাে অভিনয়
জীবন পালটে ফেলা যতটা কঠিন
ফুরনাে প্রেমের শব কাঁধে রাখা শক্ত তার চেয়ে।
Subscribe
0 Comments
Oldest