Shiulir gondho poem lyrics শিউলির গন্ধ! কবিতা – আরন্যক বসু
প্রতিটি কমলা রঙের ভােরে,
তােমার চোখের পাতায় তিনটি চুম্বন দিলে,
বিশ্বাস করাে, শিউলির গন্ধ পাই!
ভােরের ওই আশ্চর্য সময়টুকুই তাই বেছে নিই,
শুধু আশ্বিন নয়, সারাবছর, সারাজীবন
তােমার স্বপ্ন-আঁখিপল্লবে শিউলি ফোটে, ঝরে, ফোটে…
ভাগ্যিস, তুমি জানতেও পারাে না!
হাজার মাইল সুদূরে থাকলেও
রাতের পাগল ডাকহরকরা আমাকে, ভােরের আগে
তােমার দরজায় পৌছে দিয়ে যায় ।
আর তখনই, ভােরের প্রথম ছােট্ট পাখির কিচিমিচির;
আর তখনই, শিউলি শিউলি শিউলি শিউলি শিউলি…
আর তখনই আমার ওষ্ঠ নামে তােমার, শুধু তােমার
তােমার দু-চোখের পাতায়!
ভাগ্যিস, তুমি…
Subscribe
0 Comments
Oldest