Baburam sapure poem lyrics বাবুরাম সাপুড়ে কবিতা – সুকুমার রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Baburam sapure kobita lyrics বাবুরাম সাপুড়ে কবিতা - সুকুমার রায়

 

বাবুরাম সাপুড়ে,

কোথা যাস্‌ বাপুরে?

আয় বাবা দেখে যা,

দুটো সাপ রেখে যা-

যে সাপের চোখ্‌ নেই,

শিং নেই নোখ্‌ নেই,

ছোটে না কি হাঁটে না,

কাউকে যে কাটে না,

করে নাকো ফোঁস্‌ফাঁস্‌,

মারে নাকো ঢুঁশঢাঁশ,

নেই কোন উৎপাত,

খায় শুধু দুধ ভাত-

সেই সাপ জ্যান্ত

গোটা দুই আনত?

তেড়ে মেরে ডাণ্ডা

ক’রে দেই ঠাণ্ডা।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।