Sotpatra poem by Sukumar Ray সৎপাত্র ছড়া কবিতা- সুকুমার রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Sotpatra chora kobita lyrics সৎপাত্র ছড়া কবিতা- সুকুমার রায়

 

শুনতে পেলাম পোস্তা গিয়ে-

তোমার নাকি মেয়ের বিয়ে?

গঙ্গারামকে পাত্র পেলে?

জানতে চাও সে কেমন ছেলে?

মন্দ নয় সে পাত্র ভালো

রঙ যদিও বেজায় কালো;

তার উপরে মুখের গঠন

অনেকটা ঠিক পেঁচার মতন;

বিদ্যে বুদ্ধি? বলছি মশাই-

ধন্যি ছেলের অধ্যবসায়!

উনিশটিবার ম্যাট্রিকে সে

ঘায়েল হয়ে থামল শেষে।

বিষয় আশয়? গরীব বেজায়-

কষ্টে-সৃষ্টে দিন চলে যায়।

 

মানুষ তো নয় ভাইগুলো তার-

একটা পাগল একটা গোঁয়ার;

আরেকটি সে তৈরী ছেলে,

জাল করে নোট গেছেন জেলে।

কনিষ্ঠটি তবলা বাজায়

যাত্রাদলে পাঁচ টাকা পায়।

গঙ্গারাম তো কেবল ভোগে

পিলের জ্বর আর পাণ্ডু রোগে।

কিন্তু তারা উচ্চ ঘর,

কংসরাজের বংশধর!

শ্যাম লাহিড়ী বনগ্রামের

কি যেন হয় গঙ্গারামের।-

যহোক, এবার পাত্র পেলে,

এমন কি আর মন্দ ছেলে?

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।