Bengali Poetry Chimte Manindra Gupta : চিমটে – মণীন্দ্র গুপ্ত
ডাক্তারের চক্ষুষ্মান চিমটে তাড়া করেছে
আর অন্ধ ভ্রুন মায়ের ফ্লুইডে পিছু সরে সরে
কেবলই পালাতে চাইছে।
আর অন্ধ ভ্রুন মায়ের ফ্লুইডে পিছু সরে সরে
কেবলই পালাতে চাইছে।
মায়ের ফ্লুইড! ভেবেছিলাম সেটা বুঝি ডংকাপেটা নিরাপদ আশ্রয়।
কিন্তু সেখানেও কেউ কারো না- আমার যমজ ভ্রুনটাও
আমার কেউ না। আমি ওকে সামনে ঠেলে দিয়ে
পিছনে পালাতে চাইছি।
আমাদের ঘিরে আছে মায়ের একটা খোলস-
সেই বিবৃত শ্লথ দেহ শীতের দুপুর ভরে তেলের আচার খায়,
চেটে চেটে পোড়া মাটি খায়, – তার চোখে আবেশ।
ঐ নির্বোধ গাভিন আবেশই বুঝি মাতৃত্ব !
আজ কত সহযে ঐ মাতৃত্ব ছিঁড়ে, গর্ভে ঢুকেছে
চক্ষুষ্মান চিমটে-
পালাতে পালাতে ভ্রুন শেষদেয়ালে এসে ঠেকেছে।
Subscribe
0 Comments
Oldest