Bangla kobita Vromor : ভ্রমর – ফল্গু বসু
ছাপোষা ভ্রমর আমি, সেই কালো ভ্রমর নই গো
কিশোরবয়সে শুধু কিছুকাল ইচ্ছে হয়ে ছিল
ঈগলের জাল থেকে পৃথিবীকে মুক্ত করে যাবো,;
ইচ্ছে, না রোমাঞ্চ,তাও ভালো করে বুঝতে পারিনি ।
ঈগল ক্ষমতাবতী পাখী,ভূগোল ধরেছে ঠোঁটে
তবু আমি অন্ধকারে বহু দেয়াল লিখেছি
কি লিখেছি মনে নেই, তবে জালের বিরুদ্ধে বেশ
সাড়া পড়ে গিয়েছিল সেই বার। তারপর দেশে
অনাবৃষ্টি হল খুব ঈগলের অঙ্গুলিহেলনে
একদিন শালিখেরা বোনটাকে তুলে নিয়ে গেল
ফুলের ভেতর থেকে। ভাইকে শাসিয়ে গেল ‘যদি
দাদার রাস্তায় যাও,ভবিষ্যত নষ্ট হয়ে যাবে।‘
সেই থেকে আমি রোজ ফুলে ফুলে শিক্ষা নিতে আসি
যেকোনো বিষয়ে নিস্পৃহ থাকার সব শিক্ষা
ফুলেদের কাছ থেকে শিখি ।
Subscribe
0 Comments
Oldest