Purnipukur puspamala kobita : পুণ্যিপুকুর পুষ্পমালা – অমিতাভ গুপ্ত
ক্ষণজটিল দুপুরে, ছায়াটির
মতন ওই দুর্গামেয়ের মুখ
খিদেয় পােড়া রূপের কাছে তার
ঢেউ জাগে না পুণ্যিপুকুরের
একটি জটিল ছায়ার মতাে শুধু
এই জলে এই জলের আয়ােজনে
নলডাঁটা আর কলমী খুঁজেছে সে
সারাদুপুর ক্ষণজটিল ছায়া
ছায়ার মতাে ছড়িয়ে গেল জলে
সজল, আরাে সজল হ’ল জল
খিদেয় পােড়া মুখের উপর তার
পুণ্যিপুকুর ঈষৎ এঁকে দিল
ব্রতকথার মতন আলপনা
Subscribe
0 Comments
Oldest