Bongsho morjada kobita : বংশমর্যাদা – ব্রত চক্রবর্তী
পাথরের বাঘ এসে পাথরের বাঘকে বললাে, কী করা হয়?
দুজনের কেউই কিছু করে না, তবু মাঝে মাঝে এ-ওকে,
এক পাথরের বাঘ আর এক পাথরের বাঘকে এরকম প্রশ্ন করেঃ
কী করা হয়, কী করা হয়… হাঃ, দুজনে কেউ কিছু করে না।
দুজনের কেউই কিছু করে না; তবু মাঝে মাঝে
বাদামের খােসার মতন এক বিষণ্ণতা আঁকড়ে ধরে দুটি বাঘকে;
দুটি বাঘ, যারা বছরের পর বছর, শুধু বংশমর্যাদা রক্ষার জন্য
সিংহদরােজার দুটি থামের ওপর হামাগুড়ি দিয়ে আছে।
দুজনের কেউই কিছু করে না; তবু মাঝে মাঝে এ-ওকে,
এক পাথরের বাঘ আর এক পাথরের বাঘকে এরকম প্রশ্ন করেঃ
কী করা হয়… হায়, দুজনের কেউই কিছু করে না।
Subscribe
0 Comments
Oldest