Amra chas kori anonde poem আমরা চাষ করি আনন্দে কবিতা
আমরা চাষ করি আনন্দে।
মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে।
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে,
বাঁশের বনে পাতা নড়ে,
বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে।
সবুজ প্রাণের গানের লেখা
রেখায় রেখায় দেয় রে দেখা,
মাতে রে কোন তরুণ কবি নৃত্য-দোদুল ছন্দে।
ধানের শিষে পুলক ছােটে,
সকল ধরা হেসে ওঠে-
অঘ্রানেরই সােনার রােদে, পূর্ণিমারই চন্দ্রে।
Subscribe
0 Comments
Oldest