Tumi dak dile poem lyrics তুমি ডাক দিলে কবিতা – হেলাল হাফিজ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Tumi dak dile kobita poem lyrics তুমি ডাক দিলে কবিতা - হেলাল হাফিজ

 

একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,

কতো হুলুস্থূল অনটন আজন্ম ভেতরে আমার।

 

তুমি ডাক দিলে

নষ্ঠ কষ্ঠ সব নিমেষেই ঝেড়ে মুছে

শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছুবো

পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব

পথে এতোটুকু দেরিও করবো না।

 

তুমি ডাক দিলে

সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হবো,

তুমি রাজি হলে

যুগল আহলাদের কে এক মনোরম আশ্রম বানাবো।

 

একবার আমন্ত্রণ পেলে

সব কিছু ফেলে

তোমার উদ্দেশে দেবো উজাড় উড়াল,

অভয়ারণ্য হবে কথা দিলে

লোকালয়ে থাকবো না আর

আমরণ পাখি হয়ে যাবো, -খাবো মৌন মুগ্ধতা তোমার।

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।