Prem poem Ishwar Chandra Gupta প্রেম কবিতা – ঈশ্বরচন্দ্র গুপ্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Prem kobita poem Ishwar Chandra Gupta প্রেম কবিতা - ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

যথার্থ প্রেমের পথে, পথিক যে জন।

নির্ম্মল জলের প্রায়, স্নিগ্ধ তার মন॥

শুদ্ধভাবে থাকে শুদ্ধ, আপনার ভাবে।

প্রিয়জনে প্রিয় ভাবে, আপনার ভাবে॥

সরল স্বভাবে পায়, সস্তোষের সুখ।

ভ্রমে কভু নাহি দেখে, ছলনার মুখ॥

রসের রসিক সেই, পরিপূর্ণ রসে।

ভূবন ভুলায় নিজ, প্রণয়ের বশে॥

ভাবে তুলি স্নেহে তুলি, রঙ্গে রঙ্গ ঘটে।

মিত্ররূপ চিত্র করে, হৃদয়ের পটে॥

সুখময় শুকপক্ষী, ভাল ভালবাসা।

মানস বৃক্ষেতে তার, মনোহর বাসা॥

প্রতিক্ষণ প্রতীক্ষণ, অনুরাগ ফলে॥

পড়া পাখী না পড়াতে, কত বুলি বলে॥

আঁখির উপরে পাখী, পালক নাচায়।

প্রতিপক্ষ প্রীতিপক্ষ, বিপক্ষ নাচায়॥

প্রেমের বিহঙ্গ সেই, ভালবাসি মনে।

আদরে পুষেছি তারে, হৃদয় সদনে॥

পোষমানা পড়া পাখী, দরিদ্রের ধন।

সাবধানে রাখি কত, করিয়া যতন॥

পোড়া লোকে পাপচক্ষে, দৃষ্টি করে তারে।

আর আমি কোনমতে, দেখাবনা কারে॥

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।