Akhono vola gelo na kobita : এখনো ভোলা গেল না – তারাপদ রায়
ছিলাম ভালবাসার নীল পতাকাতলে স্বাধীন ।
কয়েক দিন মাত্র তবু এখনাে সেই স্বাধীনতার স্বাদ
এখনাে ভােলা গেলাে না ।
সেই যে ফাঁকা আকাশ ধু-ধু ময়দানে নীল নিশান
জীবনপণ ভালােবাসার দাবি
অস্ত্রাগার লুণ্ঠনের অগ্নিযুগে দামাল
কয়েক স্কোয়ার মাইল মাত্র কয়েক দিন অসম্ভব স্বরাজ ঘােষণায়
টেলিগ্রাফের লাইন কেটে ট্রেজারী লুট থানা চড়াও-
সেই আমার ভালবাসার স্বাধীনতার নীল নিশানা
সেই আমার স্বাধীনতার ভালবাসার নীল নিশানা
কয়েক দিন মাত্র তবু এখনাে সেই স্বাধীনতার স্বাদ
কয়েক দিন মাত্র তবু এখনাে সেই ভালবাসার স্বাদ
এখনাে ভােলা গেল না।
Subscribe
0 Comments
Oldest