Ayre pakhi lag jhola poem আয় রে পাখী ল্যাজ ঝােলা – সুনির্মল বসু

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ayre pakhi lag jhola kobita আয় রে পাখী ল্যাজ ঝােলা কবিতা - সুনির্মল বসু

 

আয় রে পাখী ল্যাজ-ঝােলা,

আয় রে পাখী গাল-ফোলা!

আয় রে উড়ে আকাশ বেয়ে,

মধুর সুরে গানটি গেয়ে,-

খােকার দেশে

এবার এসে

ঠুকরে খাবি ঝাল-ছােলা।

আয় রে পাখী গাল-ফোলা।

 

তেপান্তরের মাঠের পারে,

রুপালী কোন্ নদীর ধারে

তাের বাসাটি

পরিপাটি-

আসলি ছেড়ে পথ-ভােলা,

আয় রে পাখী ল্যাজ-ঝােলা।

 

খােকা যাবে তােদের গায়ে

দুপুর-রাতে নূপুর পায়ে,

জ্যোৎস্না-রেতে

রােসনায়েতে

বাইবে তরী পাল-তােলা।

আয় রে পাখী ল্যাজ-ঝােলা।

 

ডাক শুনে তাের, অচিন পাখী,

ঘুম ভুলেছে খোকার আঁখি ;

ঘরের দাওয়ায়

হিমেল হাওয়ায়

দুলছে দোদুল তার দোলা;

আয় রে পাখী ল্যাজ-ঝােলাে।

 

জ্যোৎস্না-ঝরা হিমের রাতে

ভাব জমাতে খােকার সাথে

আয় রে পাখী

তুই একাকী;

ঐ রয়েছে দোর খােলা;

আয় রে পাখী ল্যাজ-ঝােলা।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।