Ay re Boshonto poem lyrics আয় রে বসন্ত কবিতা – দ্বিজেন্দ্রলাল রায়
আয় রে বসন্ত তোর ও
কিরণ-মাখা পাখা তুলে।
নিয়ে আয় তোর কোকিল পাখির
গানের পাতা গানের ফুলে।
বলে – পড়ি প্রেমফাঁদে
তারা সব হাসে কাঁদে ;-
আমি শুধুই কুড়ই হাসি –
সুখনদীর উপকূলে।
জানি না ত দুখ কিসে,
চাহি না প্রেমের বিষে,
আমি বনে বেড়িয়ে বেড়াই,
নাচি গাই রে প্রাণ খুলে।
নিয়ে আয় তোর কুসুমরাশি,
তারার কিরণ, চাঁদের হাসি,
মলয়ের ঢেউ নিয়ে আয়
উড়িয়ে দে মোর এলো চুলে।
Subscribe
0 Comments
Oldest