Pablo Neruda Bengali Poetry kabbokriti : কাব্যকৃতি – পাবলো নেরুদা
ওদিকে কুমারী মেয়ের দল,
মাঝখানে সৃষ্টিছাড়া হৃদয় আর সর্বনাশা স্বপ্ন বুকে নিয়ে,
গেল-গেল রবে পাংশু, বিনষ্ট কপাল,
আর জীবনের প্রত্যেকটি দিনের জন্যে একজন কুপিত
মৃতদার পুরুষের হা-হুতাশ নিয়ে,
হায় আমার ঘুমচোখে পান-করা চক্ষুর অগােচর প্রতি ফোটা জলে,
আর কানে-আসা সমস্ত শব্দে, কাপতে কাঁপতে,
আমার সেই একই বিমনা তৃষ্ণা আর সেই একই ঠাণ্ডা জ্বর,
সদ্যোজাত এক শ্রুতি, এক কুটিল যন্ত্রণা,
যেন এখুনি এসে পড়তে হয় চোরের দল নয় ভূতের পাল,
এবং মােক্ষম আর গভীর পরিসরের একটা খােলার মধ্যে,
এক অবমানিত পরিচারকের মত, একটু ফাসফেঁসে ঘণ্টাধ্বনির মত,
যেন এক লক্কড় আয়না, যেন একটা পরিত্যক্ত বাড়ির গন্ধ
যে বাড়িতে ভাড়াটেরা রাতের বেলায় ঢােকে একেবারে বেহেড হয়ে,
আর মেঝের ওপর ইতস্তত বিক্ষিপ্ত বাসি কাপড়ের গন্ধ আর
ফুলের কোনাে পাট না থাকা।
নাকি অন্যভাবে, এর চেয়ে কম বিমর্ষভাবে, হয়ত বলা যায়-
আদতে দাঁড়াল, অকস্মাৎ, আমার পাজরে ঘা-মারা হাওয়া,
আমার শােবার ঘরে একে একে এসে পড়া অশেষ মােটা রকমের রাত্রি,
বলিদান নিয়ে জ্বলন্ত যে দিন তার হৈ চৈ,
আমার মধ্যে যতটুকু ঋষিদৃষ্টি আছে তারা চাইছে, ম্লান মুখে,
আর নানা বস্তুর একটা ঠোকাঠুকি চলেছে কিন্তু তাদের ডাকে
কোনাে সাড়া মিলছে না,
এক ক্ষান্তিহীন আন্দোলন, আর নাম নিয়ে এক বিভ্রাট।।