Moner Dorja Kobita Alok Sarkar : মনের দরজা – আলোক সরকার
দরজা খুললেই ঠিক আলাে এসে পড়ে
মনের দরজা-যতবার খুলি তার
সহজ কপাট দেখি শুভ্র পূর্ণিমার
অপার বিস্তৃতি। কাঁপে প্রশান্তির করে
দূর অসীমের বাণী। দরজা যেই খােলাে
শুনবে শ্যামল কণ্ঠ স্নিগ্ধ সুধাময়।
(আকাশ বাতাস ভরে একি গাে বিস্ময়!)
মধুর ললিত সুর যত চোখ তােলাে
ততই সম্মােহে ছায় সুদূর উদার
স্পর্শ তার জ্যোতির্ময় আনন্দ-প্রীতির
স্নেহের অমূর্ত ধবনি-অজানা গীতির
অনন্ত মাধুরী। অনির্বচনীয়তার
সৌরভ মায়ার মন্ত্রে অন্তর ভাসায়-
ডাক দেয় অচিন্ত্যের অপূর্বের দেশে
অমৃতসভায়-সান্দ্র মরমী নির্দেশে
টেনে নেয়। দুঃখ-শােক হীন যন্ত্রণায়
ক্লান্ত যেই দরজা খােলাে অমনি মর্মরে
দেখাে, তার প্রাণময় আলাে এসে পড়ে।
Subscribe
0 Comments
Oldest