Bengali poetry Bagani : বাগানী – মন্দাক্রান্তা সেন
রক্তজবার গােড়ায় খুঁড়ছি মাটি
তােমার মন কি মাটির ভিতরে আছে?
আমার জবা যে আপাতত চারাগাছ
কিছু বড় হােক, যাব যুবকের কাছে।
রক্তজবার গােড়ায় ঢালছি জল
জলের মতন সমতল হােক প্রাণ
রক্তজবা যে চলল যুবক হতে
ওর যৌবনে আমারও কি সম্মান ?
রক্তজবার পাপড়ি দেখব কবে
কবে ছুঁতে পাব গভীর কোমল চোখ
মাটি খুঁড়ে যাই, জলে ঢেলে যাই আমি,
আমার বালক আমার যুবক হােক।
Subscribe
0 Comments
Oldest