Bengali poetry ei akankha : এই আকাঙ্ক্ষা – বিনয় মজুমদার
আকাশ ক্রমে করছে পান অগাধ তৃষ্ণায়
তরঙ্গীত নদীর জল, এখন সাবলীল
নৃত্য নেই, জীবন নেই, প্রকট কামনায়
শীর্ণ তার শরীর আর হৃদয় তার নীল
তরঙ্গীত নদীর জল, এখন সাবলীল
নৃত্য নেই, জীবন নেই, প্রকট কামনায়
শীর্ণ তার শরীর আর হৃদয় তার নীল
কেটে তো গেল অনেক কাল পিপাসু সূর্যের
মেঘ বিহীন আকাশলীন অগাধ তৃষ্ণায়।
বৃষ্টি নেই, সাগর নেই বাষ্প পুঞ্জের
আধারে নেই, পৃথিবী আজ অনুর্বর প্রায়।
মেঘ বিহীন আকাশলীন অগাধ তৃষ্ণায়।
বৃষ্টি নেই, সাগর নেই বাষ্প পুঞ্জের
আধারে নেই, পৃথিবী আজ অনুর্বর প্রায়।
হয়ত এই আকাঙ্ক্ষার বিলুপ্তির পর
কোনো বিধুর সায়াহ্নের সকাশে চঞ্চল
সাগর তার দেহের ভার নামাবে ঝরঝর,
তখন এই মাটিতে নেই অবাক কোলা হল !
কোনো বিধুর সায়াহ্নের সকাশে চঞ্চল
সাগর তার দেহের ভার নামাবে ঝরঝর,
তখন এই মাটিতে নেই অবাক কোলা হল !
Subscribe
0 Comments
Oldest