Kakatua poem lyrics কাকাতুয়া কবিতা – যোগীন্দ্রনাথ সরকার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Kakatua kobita poem lyrics কাকাতুয়া কবিতা - যোগীন্দ্রনাথ সরকার

 

কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুমণি,

সোনার ঘড়ি কি বলিছে, বল দেখি শুনি ?

 

বলিছে সোনার ঘড়ি, “টিক্ টিক্ টিক্,

যা কিছু করিতে আছে, করে ফেল ঠিক।

সময় চলিয়া যায়-

নদীর স্রোতের প্রায়,

যে জন না বুঝে, তারে ধিক্ শত ধিক।”

বলিছে সোনার ঘড়ি, “টিক্ টিক্ টিক্।”

 

কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুধন,

অন্য কোন কথা ঘড়ি বলে কি কখন ?

 

মাঝে মাঝে বল ঘড়ি, “টঙ্-টঙ্-টঙ্,

মানুষ হইয়ে যেন হয়ো না ক সঙ।

 ফিটফিটে বাবু হলে,

 ভেবেছ কি লবে কোলে ?

পলাশে কে ভালবাসে দেখে রাঙা রঙ্।”

মাঝে মাঝে বলে ঘড়ি, “টঙ্-টঙ্-টঙ্।”

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।