Sob durgai thakuk sukhe lyrics সব দুর্গাই থাকুক সুখে কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Sob durgai thakuk sukhe kobita lyrics সব দুর্গাই থাকুক সুখে কবিতা

 

এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে

এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে।

এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে

এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে-খালে।

এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ

এক দুর্গা খিদেয় কাঁদে, পায়নি খেতে আজ।

সবাই জানি, এদের কারো হয়না কোনও পূজো

এরা তো মা তোমার মতো নয়কো দশভুজো।

সব দুর্গার চোখে-মুখেই ফুটবে হাসি কবে?

মাগো, তোমার পুজো সেদিন সত্যি সফল হবে।

 

এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে

এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে।

এক দুর্গা সাত-আট বাড়ি কষ্টে বাসন মাজে

এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে।

এক দুর্গা চা-বাগানে তোলে চায়ের পাতা

এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা।

সবাই জানি, এদের কারো হয়না কোনও পুজো

তাই বলি মা, এদের চোখেও পূজোর খুশি খুঁজো।

সব দুর্গার চোখে-মুখেই ফুটবে হাসি যবে

মাগো, তোমার পূজো সেদিন সত্যি সফল হবে।

 

এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া

এক দুর্গা, নার্সদিদি তাঁর মনে ভীষণ মায়া।

এক দুর্গা সবজি বেঁচে নিজের পায়ে দাঁড়ায়

এক দুর্গা মুরগি কাটে, নিজেই পালক ছাড়ায়।

এক দুর্গা হোটেল চালায়, বানায় মাংস-ভাত

এক দুর্গা বুট-পালিশে জোরসে চালায় হাত।

এমনি হাজার দুর্গা যারা পায় না কোনও পূজো

এদের দুঃখ-কষ্ট তুমিই দরদ দিয়ে বুঝো।

সব দুর্গার চোখে-মুখে ফুটলে হাসি তবে

মাগো, তোমার পূজো সেদিন সত্যি সফল হবে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।