Bashonti poem lyrics বাসন্তী কবিতা – কাজী নজরুল ইসলাম

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bashonti kobita poem lyrics বাসন্তী কবিতা - কাজী নজরুল ইসলাম

 

কুহেলীর দোলায় চ’ড়ে

এলো ঐ কে এলো রে?

মকরের কেতন ওড়ে

শিমুলের হিঙুলে বনে।

পলাশের গেলাস – দোলা

কাননের রংমহলা,

ডালিমের ডাল উতলা

লালিমার আলিঙ্গনে।।

 

না যেতে শীত – কুহেলী

ফাগুনের ফুল – সেহেলি

এলো কি? রক্ত – চেলী

করেছে বন উজালা।

ভুলালি মন ভুলালি

ওলো ও শ্যাম – দুলালী

তমালে ঢাললি লালী

নীলিমার লাল দেয়ালা।।

 

ওলো এ ব্যস্ত – বাগীশ

মাধবের নকল – নবীশ

মধুরাত নাই হ’তে- ইস্

মাধবীর কুঞ্জে হাজির !

বলি ও মদন – মোহন!

না যেতে শীতের কাঁপন

এলে যে, থালায় এখন

ভরিনি কুমকুম আবীর।।

 

হা – রা – রা হোরীর গীতে

মাতি নি আজও শীতে

অধরের পিচকিরিতে

পুরিনি গানের হিঙুল।

গাহে নি কোয়েল সখি-

‘মর লো গরল ভখি !’

এখনি শ্যাম এলো কি

আসেনি অশোক শিমুল।।

 

ওলো দ্যাখ্ শ্যামের পিছে

এসেছে কে এসেছে

দুলে কার চেলীর লালী!

তখনি বলেছি ভাই

আমাদের এ মান বৃথাই,

এলে শ্যাম আসবেনই রাই-

শ্রীমতী শ্যাম্ দুলালী।।

 

পউষের রিক্ত শাখায়

বঁধূ যেই বংশী বাজায়

নীল বন লাল হয়ে যায়

ফুলে হয় ফুলেল আকাশ।

এলে শ্যাম বংশী – ধারী

গোপনের গোপ – ঝিয়ারী

ফুল সব শ্যাম – পিয়ারী

ভুলে যায় ছার গেহ – বাস।।

 

সাতাসে – মাঘ – বাতাসে

যদি ভাই ফাগুন আসে

আঙনে রঙন হাসে

আমাদের সেই তো হোরি!

শ্রীমতীর লাল কপোলে

দোলে লো পলাশ দোলে

পায়ে তার পদ্ম ড’লে

দে লো বন আলা করি।।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।