Pecha ar pechani lyrics প্যাঁচা আর প্যাঁচানী কবিতা – সুকুমার রায়
প্যাঁচা কয় প্যাঁচানী,
খাসা তোর চ্যাঁচানি
শুনে শুনে আন্মন
নাচে মোর প্রাণমন!
মাজা-গলা চাঁচা-সুর
আহলাদে ভরপুর!
গলা-চেরা ধমকে
গাছ পালা চমকে,
সুরে সুরে কত প্যাঁচ
গিট্কিরি ক্যাঁচ্ ক্যাঁচ্!
যত ভয় যত দুখ
দুরু দুরু ধুক্ ধুক্,
তোর গানে পেঁচি রে
সব ভুলে গেছি রে,
চাঁদমুখে মিঠে গান
শুনে ঝরে দু’নয়ান।
আমি এই কবিতাটি রাহুল দেববর্মণের সুরে গেয়েছি। ইউ টিউবের লিংক দিলাম । শুনে কেমন লাগলো জানাবেন।
https://youtu.be/pzE95yl5duE?si=fXH6QwIZVlKeZfFP