Horibina poem lyrics হরিবিনা (এ সখি হামারি দুখের নাহি ওর) কবিতা
এ সখি হামারি দুখের নাহি ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মাের।।
ঝম্পি ঘন গর- জন্তি সন্ততি
ভুবন ভরি ররিখন্তিয়া।
কান্ত পাহুন কাম দারুন
সঘনে খরশর হন্তিয়া।।
কুলিশ শত শত পাত-মােদিত
ময়ূর নাচত মাতিয়া।
মত্ত দাদুরী ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া।।
তিমির দিগ ভরি ঘাের যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া।
বিদ্যাপতি কহ কৈছে গােঙায়বি
হরি বিনে দিন রাতিয়া।।
Subscribe
0 Comments
Oldest