Hridoy ashon poem lyrics হৃদয়-আসন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Hridoy ashon kobita poem lyrics হৃদয়-আসন কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

কোমল দুখানি বাহু শরমে লতায়ে

বিকশিত স্তন দুটি আগুলিয়া রয়,

তারি মাঝখানে কি রে রয়েছে লুকায়ে

অতিশয় সযতন গোপন হৃদয়!

সেই নিরালায় সেই কোমল আসনে

দুইখানি স্নেহস্ফুট স্তনের ছায়ায়

কিশোর প্রেমের মৃদু প্রদোষকিরণে

আনত আঁখির তলে রাখিবে আমায়!

কত-না মধুর আশা ফুটিছে সেথায়-

গভীর নিশীথে কত বিজন কল্পনা,

উদাশ নিশ্বাসবায়ু বসন্তসন্ধায়,

গোপনে চাঁদিনী রাতে দুটি অশ্রুকণা।

তারি মাঝে আমারে কি রাখিবে যতনে,

হৃদয়ের সুমধুর স্বপন-শয়নে।

 

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ajsb
Ajsb
2 years ago

হে ভৈরব, হে রুদ্র বৈশাখ,
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল
তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল
কারে দাও ডাক-
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ?।

ছায়ামূর্তি যত অনুচর
দগ্ধতাম্র দিগন্তের কোন্ ছিদ্র হতে ছুটে আসে!
কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে
নিঃশব্দ প্রখর-
ছায়ামূর্তি তব অনুচর।।

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।