Chuti kobita Kumud Ranjan Mallik ছুটি কবিতা – কুমুদ রঞ্জন মল্লিক
পুজোর ছুটির বন্ধরে ভাই
পেলাম ছুটি আমরা আজি।
দেই গে বকম বকম ছেড়ে
নীল আকাশে নোটনবাজী।
আজকে দুদিন উনঘুনানি মৌমাছিদের গুনগুণানি
এবার দুরের পাল্লারে ভাই,
খোয়ার ঘাট আজ ছাড়াবে মাঝি।।
ঝাঁক বেঁধে আজ মরাল শিশু
ছুটবে তাদের ঘরের টানে।
বন্ধনহীন উড়বে উধাও,
দৃষ্টি মানস সরের-পানে।।
আয়রে হরিন দল বেঁধে ভাই
কেবল ছুটি, কেবল লাফাই,
বাঁধন যদি পড়বে গলায়
আনন্দেতে পরতে রাজি।
রাণীর সোনার ভাঙ্গলো শিবির
নেইক মোটে নেই পিছু টান,
নবীন মীন্ আজ নূতন ঢলে
উল্লাসেতে ছুটবে উজান।
বিশ্ব-বাধায় আর কি ভোলে,
ছুটছে চকোর নভের কোলে-
সুধা না পাই তায় ক্ষতি নাই
সোহাগ পেলেই আমরা বাঁচি।
Subscribe
0 Comments
Oldest