Annondo voirobi kobita lyrics আনন্দ ভৈরবী কবিতা – শক্তি চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Annondo voirobi kobita lyrics আনন্দ ভৈরবী কবিতা - শক্তি চট্টোপাধ্যায়

 

আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি

এমন ছিলনা আষাঢ় শেষের বেলা

উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল

আনন্দ ভৈরবী।

 

আজ সেই গোঠে আসেনা রাখাল ছেলে

কাঁদেনা মোহনবাঁশিতে বটের মূল

এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে

বিদ্যুৎ-রেখা মেলে।

 

সে কি জানিতনা এমনি দুঃসময়

লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি

সে কি জানিতনা হৃদয়ের অপচয়

কৃপণের বামমুঠি।

 

সে কি জানিতনা যত বড় রাজধানী

তত বিখ্যাত নয় এ হৃদয়পুর

সে কি জানিতনা আমি তারে যত জানি

আনখ সমুদ্দুর।

 

আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি

এমন ছিলনা আষাঢ় শেষের বেলা

উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল

আনন্দ ভৈরবী।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।