Hindu Musalman kobita হিন্দু মুসলমান – অতুল প্রসাদ সেন
দেখ্ মা এবার দুয়ার খুলে।
গলে গলে এল মা, তোর
হিন্দু মুসলমান দু’ছেলে।
এসেছি মা, শপথ করে,
ঘরের বিবাদ মিটবে ঘরে,
যাবনা আর পরের কাছে
ভাইয়ে ভাইয়ে বিরোধ হলে।
অনুগ্রহে নাহি মুকতি,
মিলন বিনা নাই শকতি,
এ কথা বুঝেছি দোঁহে-
থাকবো না আর স্বার্থে ভুলে।।
থাকবে না আর রেষারেষি-
কাহার অল্প কাহার বেশি,
দু’ভাইয়ের যা আছে জমা
সঁপিব তোর চরণতলে।
দু’জনেই বুঝেছি এবার-
তোর মতো কেউ নেই আপনার;
তোরই কোলে জন্ম মোদের,
মুদব আঁখি তোরই কোলে।
Subscribe
0 Comments
Oldest