Talpatar shepai poem lyrics তালপাতার সেপাই কবিতা – সুখলতা রাও
তালপাতার এক সেপাই ছিল
বলছি শোন গল্প-
হাত-পা ছিল পাতার কাঠি
ওজন ছিল অল্প।
ঠেলা দিলেই ঠল্টে পড়ে
এমনি পালোয়ান;
চলতে গিয়ে কাঁপতে থাকে
এমনি সে জোয়ান ।
বৈশাখী ঝড় বইল যেমন
উড়িয়ে নিল ফুরফুর
তালপাতার সে হাল্কা দেহ
কেউ জানে না কত দূর।
Subscribe
0 Comments
Oldest