Billi kobita by Shukhlata Rao বিল্লি কবিতা – সুখলতা রাও
কোনখানে গিয়েছিলি
বিল্লি রে বিল্লি ?
-বাদশাকে দেখতে
দিল্লী গো দিল্লী।
-বাদশাহ খুশি হয়ে
তোরে বল দিল কি ?
-দিল্লী কা লাড্ডু!
চাও যদি এনে দি।
Subscribe
0 Comments
Oldest