Motku Maiti Batkul Ray poem lyrics মটকু মাইতি বাঁটকুল রায় কবিতা
মটকু মাইতি বাঁটকুল রায়
ক্রুদ্ব হয়ে যুদ্ধে যায়
বেঁটে খাটো নিটপিটে পায়-
ছেতরে চলে কেতরে চায়।
মটকু মাইতি বাঁটকুল রায়।।
পায়ে পরে গাবদা বুট আর পট্টি
গড়াই চলে যেন গাঁঠরি আর মোটটি,
ওগো হনুলুলু সুরে গায় গান উদ্ভট্টি
হাঁটি হাঁটি পা পা ডাইনে বাঁয়।
মটকু মাইতি বাঁটকুল রায়।।
রাস্তায় তেড়ে এলো এঁড়ে এক দামড়া-
ঢুঁস খেয়ে বাঁটকুর ছড়ে গেলো চামড়া-
ভয়ে মটকুর চোখ হয়ে গেলো আমড়া
সে উলটিয়ে সাতপাক ডিগবাজি খায়
মটকু মাইতি বাঁটকুল রায়।।
Subscribe
0 Comments
Oldest