Velki Bangla Mojar Kobita ‘ভেলকি’ মজার ছড়া – অন্নদাশঙ্কর রায়
চন্ডীচরণ দাস ছিল
পড়তে পড়তে হাসছিল
হাসতে হাসতে হাঁস হল
হায় কী সর্বনাশ হল।
নন্দগোপাল কর ছিল
ডুব দিয়ে মাছ ধরছিল
ধরতে ধরতে মাছ হল
হায় কী সর্বনাশ হল।
বিশ্বমোহন বল ছিল
ঘাসের ওপর চলছিল
চলতে চলতে ঘাস হল
হায় কী সর্বনাশ হল।
বন্দে আলি খান ছিল
গাছের ডাল ভাঙ্গছিল।
ভাঙ্গতে ভাঙ্গতে গাছ হল
হায় কী সর্বনাশ হল।
Subscribe
0 Comments
Oldest