কবিকল্পলতা কি?
কবিকল্পলতা, একটি অনলাইন প্রকাশনা যার প্রকৃত উদ্দেশ্য বাংলা কবিতা জগতের মানবিক, সামাজিক প্রচার ও প্রসারন। মূলত কবিতা প্রেমী পাঠকদের কথা মাথায় রেখে এই ওয়েবসাইটের পথচলা শুরু হয়েছে। বিভিন্ন খ্যাতিমান কবিদের জনপ্রিয় কবিতা দিয়ে এই প্রকাশনাটি সাজিয়ে দেওয়া হয়েছে।
যারা কবিতা পড়তে ভালোবাসেন অথচ সময়ের অভাবে বই নিয়ে পড়া অসম্ভব হয়ে ওঠে তারা সহজেই যদি স্মার্টফোনের মাধ্যমে হাতের মুঠোয় পেয়ে যান পছন্দের জনপ্রিয় কবিতা গুলি তবে তো বেশ হয়। সময়ও বাঁচে কবিতাও পড়া হয়ে যায়। সেই কারণেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি আপনারা সকলেই কবিকল্পলতার পাশে থাকবেন। আসুন আমরা সকলে মিলে কবিতা পাঠের মাধ্যমে সারা বিশ্বে বাঙালি কবি ও তাদের রচিত কবিতা গুলি ছড়িয়ে দিই। প্রচার ও প্রসারনের মাধ্যমে বাংলা কাব্য সাহিত্যের হোক বিশ্ব জয়।
ডেভলপার ডিটেইলস
ডেভলপার/প্রতিষ্ঠাতাঃ সুপ্রিয় দত্ত।
ঠিকানাঃ উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বঙ্গ, ভারতবর্ষ।
ডেভলপার ইমেইলঃ supriyadutta@kobikolpolota.in
মেইল ঠিকানা
সোস্যাল মিডিয়া অনুসরণ
*Founder of Kobikolpolota.In is Supriya Dutta and proudly made in India.