Din furole kobita poem lyrics দিন ফুরোলে কবিতা – শঙ্খ ঘোষ
সূয্যি নাকি সত্যি নিজের ইচ্ছেয়
ডুব দিয়েছে? সন্ধ্য হলো? দুচ্ছাই!
আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর
চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে।
লক্ষ্য, বা তা হতেও পারে একশো-
কেউ বা খুলে দেখেছে রঙের বাক্স!
আমরা কি আর দেখতে পাবো ভাবছো?
বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছো!
পাখির সারি যেমন ধানের গুচ্ছে
আঁধার ফেলে ঘরের দিকে উড়ছে।
তেমনি এবার ফিরতে হবে সত্যি
নিজের নিজের মন খারাপের গর্তে।
বলবে বাবাঃ এইটুকু সব বাচ্চা-
দিন ফুরোলেও মাঠ ছাড়ে না? আচ্ছা!
মা বলবেঃ ঠ্যাং দুটো কি কুচ্ছিৎ!
এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি।
Subscribe
0 Comments
Oldest