Ei Prem poem Subha Dasgupta এই প্রেম (কবিতা) – শুভ দাশগুপ্ত
বলতে বলতে এক সময় ফুরিয়ে এল কথা
তারপর হিরন্ময় আশ্চর্য নীরবতা।
চরাচর রুদ্ধশ্বাস প্রহর কেটেছে
পায়ের আঙুল থেকে কপালের রেখাচিত্র সবটুকু জুড়ে
স্রোতের সঙ্গীত নিয়ে কী যেন জেগেছে।
নীরবতা এত বেশি, এতটাই বেশি
এর চেয়ে চুম্বনের শব্দ ছিল ভালাে – দু’গালের পেশী
অন্ততঃ সান্তনা পেত, মুছে যেত ব্যথা।
অথচ নৈঃশব্দ এক বেহায়ার মত নিলাজ দাঁড়িয়ে শােনে
মনের গভীরে জাগা লুব্ধ কথকতা।
এরপর খুলে যায় ওষ্ঠ অধর। গান হয়ে ফুটে ওঠে উষ্ণতার ঘ্রাণ
বন্ধ চোখ ভুলে যায় পৃথিবীও আছে। শরীরের সব বিন্দু রক্তে উজান।
কাছে এসাে আরাে কাছে। আরাে আরাে কাছে
পার তাে প্রবিষ্ট হও অন্তপুরে এই
সিঁড়ির নিচের ধাপ পার হয়ে নিচে, আরাে নিচে পৌঁছে যাও
মণিমুক্তো পারিজাত অমৃতের ডালা অনন্ত অখণ্ড তার
কোনাে শেষ নেই।
আরাে কাছে সংঘর্ষে এসাে বিধ্বংসী তান্ডবে
দাঁতের দংশনে চিহ্ন রাখাে দুরন্ত জয়ের – ঠোঁটে গালে বুকে
আর বুকের গভীরে দশ আঙুলে লিখে দাও
শ্রেষ্ঠ স্বরলিপি।
কথা নয় কথা নয়, শব্দ কিছু অচেনা অজানা
এই রাত্রে তাই হােক জীবনের শ্রেষ্ঠ গ্রন্থনা
আমরাই কোটি বর্ষ অতীতের রাতে
এমন মাধুরী খুঁজে পেয়েছি দুহাতে।
আমরাই কথা বলি শরীরে শরীরে
এ জীবন দীর্ঘজীবি আমাদেরই ঘিরে।