Ratrir kobita lyrics Sabyasachi Deb রাত্রির কবিতা – সব্যসাচী দেব

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ratrir kobita lyrics Sabyasachi Deb রাত্রির কবিতা - সব্যসাচী দেব

 

এমন দিগন্তছাওয়া মেঘ নামে আকুল সন্ধ্যায়,

তিনমাইল হেঁটে গেলে বুকে বেঁধে

অরণ্যের নেশা ;

তোমার শরীরী স্বাদ ঠোঁটে ছিল বহুক্ষণ,

বহুক্ষণ তোমার স্তনের নীচে কালো তিল

অরণ্যপুষ্পের মতো ফুটে থাকে ;

ভ্রমণব্যাকুল কোনো পথিকের মতো

আমি বারবার ফিরে আসি ঘ্রাণ নিতে,

মেঘ ডাকে অস্থিরতার ক্রোধে।

 

বারবার দাবানল, অরণ্যের ঈর্ষা জ্বলে ;

বনজ-কুসুম তবু ফুটে থাকে

তোমার স্তনের নীচে, ঠোঁটে জ্বালা।

 

ভ্রূ-মধ্য সাগরে চাঁদ ওঠে।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।