Amar kotha kobita poem lyrics আমার কথা কবিতা – প্রমোদ বসু
আপনি আমায় চেনেন ? আমি অনুজ প্রতিম দাস
আসল বয়স পাঁচ কিন্তু ইস্কুলে সিক্স প্লাস।
আমার সবে ওয়ান তবু মিসেস সংখ্যা চার
সকাল -সন্ধ্যে দুজন দুজন সপ্তাহে চার বার।
পড়তে হয় পাঁচটি বিষয় পাঁচ ঘণ্টার বেশি
মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি।
কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই
তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবোই।
মায়ের সাথে ফ্রী রবিবার ড্রয়িং শিখতে যাই
এসব কাজে বাধ সাধলে বেজায় সাজা পাই।
সব কিছুতে প্রথম হই সবাই কিন্তু চান
শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান।
শেখার চাপে হাঁপায় ছুটি কোনখানে বিশ্রাম
এই বিশাল প্রতিযোগিতায় এ হচ্ছে পরিণাম।
আমার মতো আরো অনেক অনুজ প্রতিম দাস
নিজের জন্য পায় না কেন একটু অবকাশ।