Dampotto kobita poem lyrics দাম্পত্য কবিতা – প্রমোদ বসু
আমরা দুজনে কপোত-কপোতী হলে,
বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা।
আমরা দুজনে কল-কল্লোলে তবে
দুজনে জাগাবো দুজনের ভালোবাসা।
আমাদের কথা জানাজানি হবে খুব
বকম- বকম স্বরেতে মাতবে বাড়ি।
বলোতো আমরা একবার জীবনেতে
কপোত- কপোতী কিভাবে যে হতে পারি।
মেঘে- রোদ্দুরে ভাসাবে তোমার ডানা
আমি ঘুরে ঘুরে খাদ্য আনব ঘরে।
বৃষ্টিতে তুমি কাঁপবে দারুন –
তোমার আদর ঝরবে মন উচাটন স্বরে।
পাখির পালকে ভালোবাসা -বাসি খেলা
এসো আজ খেলি একলা জগৎ ভুলে।
আমাদের কথা আগামী মানুষ এসে
নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে।
Subscribe
0 Comments
Oldest