Somadhan kobita lyrics Promod Basu সমাধান কবিতা – প্রমোদ বসু
বাবা বললেন শোনো
মিথ্যা কথা আজকে থেকে বলবে না কখনো।
আমি বললুম তবে
কাল অবধি মিথ্যে অনেক বলেছি কি হবে?
বাবা বললেন বেশ
যে মুহূর্তে করলে স্বীকার মিথ্যে হলো শেষ।
মা বললেন শোনো
চোখটা বুজে একের থেকে একশো অবধি গোনো।
আমি বললুম মা
সামনে কিছু না থাকলে যে গুনতে পারবো না।
বাবা বললেন শুনে
সংসারে মা একাই একশো তাকেই দেখো গুনে।
Subscribe
0 Comments
Oldest