Urbosi poem Samar Sen উর্বশী (কবিতা) – সমর সেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে
দিগন্তে দুরন্ত মেঘের মত!
কিংবা আমাদের স্নান জীবনে তুমি কি আসবে,
হে ক্লান্ত উর্বশী,
চিত্তরধন সেবাসধনে যেমন বিষন্নমুখে
উর্বর মেয়েরা আসে ;
কত অতৃপ্ত রাত্রির ক্ষুদিত ক্লান্তি,
কত দীর্ঘশ্বাস,
কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতাে,
আর কত দিন!

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।